৭৮৬
সুপ্রিয় সম্মানীত ভিজিটর বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন। আমি অদ্যকার ৯৩ তম পোস্টে আপনাদেরকে বিভিন্ন নামকরা ফ্রি হোস্টিং সাইটের সাথে পরিচয় করিয়েছি। যারা এতদিন ধরে কল্পনাতে ছিলেন প্রাথমিকভাবে নিজের সাইটকে ফ্রি হোস্টে দাড় করাবেন কিংবা হোস্টিং সাইটের কন্ট্রোল প্যানেল সম্পর্কে ধারনা পাবেন
তাদের জন্য আশা করি উপরোক্ত পোস্টটি কাজে দিবে। যাইহোক এর মধ্য হয়ত অনেকেই পূর্বের পোস্টটি রিডিং করে ফেলেছেন। এবং অভিযোগ হিসাবে অনেকেই বলবেন যে, ফ্রি হোস্ট তো পাইলাম। তাহলে ফ্রি ডোমেইন পাব কোথায়? কিংবা ফ্রি ডোমেইন ব্যবহারের সুযোগ অআছে কি? হ্যা বন্ধুরা আপনাদেরই কথা চিন্তা করে এবারের পোস্টটি করছি ফ্রি ডোমেইন ঠিকানা নিয়ে। আশা করি এই পোস্টটি আপনাদের অনেকের কাজে অআসবে। এবং যারা ডোমেইন ও হোস্টিং নিয়ে কাজ করতে চান তাদেরকে একটু অনু্রপ্রেরনা দিবে আর কি! তাহলে আর কথার কলবর বৃদ্ধি না করে মূল আলোচনাতে ফিরে যাচ্ছি।
এখানে প্রথমত আপনাকে জানতে হবে ডোমেইন কি?
ডোমেইন এমন একটি ইউনিক ঠিকানা যা ইন্টারনেট জগতে ব্যবহার করা হয় । সাধারন ভাবে বলা যায়, ইন্টারনেট জগতে আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্নিত করার ঠিকানাই ডোমেইন নেম ।একজন মানুষ পৃথিবীতে আসলে মানুষটিকে চেনার প্রথম শর্ত হিসেবে যেমন একটি নামের দরকার হয় তেমনি ওয়েবে আপনাকে বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানের চিহ্নিত করার জন্য একটি ইউনিক নাম ব্যবহার হয় । আর এই নাম টি হচ্ছে ডোমেইন নেম । শুধু নিজেস্য বা ব্যবসা প্রতিষ্ঠান না, ডোমেই নেম হতে পারে যে কোন বিষয়াদির উপর বিত্তি করে।আপনি যখন একটি ওয়েব সাইট তৈরির কথা চিন্তা করবেন তখন, ওয়েব সাইটির পরিচিতির জন্য অবশ্যই একটি নাম বা ঠিকানা দিতে হবে আর সেইটাই ডোমেইন ।
আমরা যদি সংক্ষেপে বলি তাহলে বলতে পারি “ওয়েব জগতে একক বা অদ্বিতীয় নাম গুলোকেই ডোমেইন নেম বলে” ।
চলুন কিছু ডোমেইন এর উদাহরন দেখে নেইঃ About.com, Yahoo.com, pchelplinebd.com, wikipedia.org
ওয়েবে ভিবিন্ন এক্সটেনশন যুক্ত ডোমেইন হয়ে থাকে যেমনঃ .Com, .Net, .Org, .Biz, .Info, .Mobi, .Asia, .Inউদাহরণ- pchelplinebd.com একটি ডোমেইন নেম। (.)এর পরে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হল টপ লেভেল ডোমেইন এটি দেখে সহজেই বোঝা যায় যে প্রতিষ্ঠান টি কোন ধরনের। এখানে যেটি দেখানো হয়েছে সেটির (.)এর পরে আছে com অর্থাত প্রতিষ্ঠানটি কমার্শিয়াল। মূলত এরুপ কটেক্টকে টপ লেবেল ডোমেইন নাম বলা হয়। এই টপ লেভেল ডোমেইন কে ২ ভাগে ভাগ করা যায় তথা:
চলুন কিছু ডোমেইন এর উদাহরন দেখে নেইঃ About.com, Yahoo.com, pchelplinebd.com, wikipedia.org
ওয়েবে ভিবিন্ন এক্সটেনশন যুক্ত ডোমেইন হয়ে থাকে যেমনঃ .Com, .Net, .Org, .Biz, .Info, .Mobi, .Asia, .Inউদাহরণ- pchelplinebd.com একটি ডোমেইন নেম। (.)এর পরে যে অংশটি দেখা যাচ্ছে সেটি হল টপ লেভেল ডোমেইন এটি দেখে সহজেই বোঝা যায় যে প্রতিষ্ঠান টি কোন ধরনের। এখানে যেটি দেখানো হয়েছে সেটির (.)এর পরে আছে com অর্থাত প্রতিষ্ঠানটি কমার্শিয়াল। মূলত এরুপ কটেক্টকে টপ লেবেল ডোমেইন নাম বলা হয়। এই টপ লেভেল ডোমেইন কে ২ ভাগে ভাগ করা যায় তথা:
১.জেনেরিক (pchelplinebd.com)- এখানে জেনেরিক নাম গুলো হচ্ছে যেমন-.com (কমার্শিয়াল), .net (নেটওয়ার্ক সার্ভিস), .mobi (মোবাইল কন্টেন্ট), .info (তথ্যসমূহ) ইত্যাদি যেগুলো উপরে দিয়েছি।
২. কান্ট্রি (techtunes.com.bd)- কান্ট্রি লেবেল ডোমেইন হচ্ছে bd (বাংলাদেশ), in (ইন্ডিয়া), cn (চীন), id (ইন্দোনেশিয়া) ইত্যাদি।
২. কান্ট্রি (techtunes.com.bd)- কান্ট্রি লেবেল ডোমেইন হচ্ছে bd (বাংলাদেশ), in (ইন্ডিয়া), cn (চীন), id (ইন্দোনেশিয়া) ইত্যাদি।
আরো সহজভাবে বলা যায় তার চেয়ে কন খায় না মাথায় দেয়! আচ্ছা আই.পি সব সাইটের একটি সুনিদিষ্ট পরিচয় থাকে। এটা ই আই.পি। আইপি কোন সাইটের জন্য এক ও অনন্য। অর্থাত্ ১ টি সাইট ১টি আইপি। আইপি দেখতে এরকম 122.266.74.866.56 ভাবতে পারেন “মোর আইপি মোর ইচ্ছামত হইব।”হ সেইটা আপনি ভাজি কইরা খাইয়েন। সব আইপি ICCAN এর বাপ দাদার সম্পত্বি। এইটা একটা U.S এর প্রতিষ্ঠান। টানা হেঁচড়া করলে পারমানবিক ফাটাবে। আর বলেন তো ঐ হিজিবিজি সংখ্যা ভাল না BDalbum.com ভাল? পাগলা না হইলে BDalbum.com ভাল। এই BDalbum.com হইলো গিয়া ডোমেইন। যেডারে মূর্খরা সাইটের নাম কয়।
এখানে ডোমেইন আবার ২টি ভাবে পাওয়া যায় তথা- প্রেইড ভার্সন ও ফ্রি উপরের যে এক্সটেনশন যুক্ত ডোমেইন এর নাম দেয়া হয়েছে তা সবই
প্রেইড ভার্সন। এইগুলো ক্রয় করতে আপনাকে বছরে প্রায় ১০-২৫ ডলার অর্থ গুণতে হবে। ডোমেইন ক্রয় করতে আপনি বিভিন্ন দেশী ও বিদেশী প্রতিষ্ঠানের সাহায্য নিতে পারেন যেগুলো ব্লগ কিংবা ওয়েব সাইটে লিংক দেয়া থাকে। যদি পরবর্তীতে সুযোগ হয় তাহলে ডোমেইন নিয়ে আরেকটু আলোচনা করব। আজকে পোস্টটি যেহেতু ফ্রি ডোমেইনের তাই এখানে প্রেইড ভার্সনের কথা বলতে চাচ্ছি না।
বিশ্বের জনপ্রিয় কয়েকটি ফ্রি ডোমেইন সাইটের ঠিকানা ফ্রিভাবে যেমন হোস্টিং পাওয়া যায় ঠিক তেমনি ফ্রিভাবে ডোমেইন ঠিকানাও পাওয়া যায়। আপনি এখানে ফ্রি হোস্টিং ও ডোমেইন ব্যবহার করে নিজেই একটি সাইট প্লাট ফর্ম করতে পারবেন। তাহলে কিছু জনপ্রিয় ডোমেইন সাইটের ঠিকানাতে চলে যাই কেমন!!
লেখার শুরুতে একথা বলতে চাই যে টিউনে ডোমেইন বলা হলেও সে গুলো আসলে ডোমেইন না। প্রকৃত অর্থে এগুলো সব সাবডোমেইন। তবে এগুলোর এড্রেস এত ছোট হয় যে এগুলোকে ডোমেইনের মত মনে হয়।
১। http://www.dot.tk । এখানে রেজিষ্ট্রেশন করলে আপনি একটি পরিপূর্ন ডোমেইন পাবেন। এখানে আপনার ডোমেইন হবে YourName.tk । তবে এরা আপনার ওয়েবসাইটের প্রতিটি পেইজের উপরে বিঙ্গাপন দিবে। বর্তমানে রেটিং ও ইউজার দিক হতে এটি বিশ্বসেরা।
২। এখন যেটি বলব এটি বহুল ব্যবহৃত সাইট । http://www.co.cc । এদের প্রায় দশ লক্ষেরও বেশি ক্লায়েন্টস আছে। এখানে আপনার ডোমেইন হবে YourName.co.cc । সাটটিতে রেজিষ্ট্রশন করে ফ্রি এসুবিধাটি লুফে কিতে পারেন। এরা আপনার সাইটে কোন বিজ্ঞাপন দিবে না। শুধু তাই নয় এদের DNS ও সাপোর্ট করে। তবে এখানের একটি সমস্যা হল- বর্তমানে এই সাইটটিতে প্রবেশের সময় বেশ কিছু এন্টিভাইরাস যেমন- ইসেট সিকিউরিটি, এভিরা ও বুলগার্ড ব্লক করে দেয়।
৩। http://www.biz.ly এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.biz.ly । এছাড়া ওয়েব সাইট তৈরি করার জন্য আপনি 50 মেগাবাইট ফ্রি স্পেসও পাবেন এখানে। (কোন বিজ্ঞাপন থাকবেনা)
৪। http://i.am এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে yourName.i.am অথবাhttp://www.i.am/yourName । এখানে রেজিষ্ট্রেশন করে সরাসরি আপনার URL Redirection করে দিত পারেন। সাইটটিত রেজিষ্ট্রেশন করলে আরেকটি সুবিধা পাওয়া যাবে তা হল সার্চ
ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিঙ্গাপন থাকবেনা)
ইন্জিন সাপোর্ট। আপনার সাইটটি যেখানে থাক না কেন Goole, Yahoo কিংবা Msn তা খুঁজে বের করবে।(কোন বিঙ্গাপন থাকবেনা)
৫। http://www.dom.ir এ সাইটে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.dom.ir ।(কোন বিঙ্গাপন থাকবেনা)
৬। http://www.freedomain.co.nr এখানে রেজিষ্ট্রেশন করলে আপনার ডোমেইন হবে YourName.co.nr । তবে এদের একটি শর্ত হচ্ছে তাদের ওয়েবসাইটর একটি লিংক আপনার হোমপেজের যে কোন এক জায়গায় দিতে হবে। এ লিংকটি আপনার পছন্দমত আপনি যে কোন জায়গায় দিতে পারেন। লিংটি দেওয়ার পরই কেবল আপনার আ্যপ্লিকেশন গ্রহন করা হবে।
তাছাড়া আরো অনেক এই রকম বেশ কিছু ডোমেইন সাইট যেগুলো সবই ফ্রি। নিচে একটি স্কীন শর্ট দিচ্ছি অনুগ্রহ করে সেখান হতে দেখে নিবেন উক্ত ডোমেইন গুলোর রেটিং, স্কোর গুলি-
ফ্রি ডোমেইন ও হোস্টিং দ্বারা কিভাবে নিজের একটি সাইট তৈরি করবেন?
হ্যা বন্ধুরা পূর্বেই বলেছি ফ্রি ডোমেইন ও হোস্টিং দ্বারা নিজের একটি প্লাটফর্ম দাড় করানো সম্ভাব। এই প্রশ্নের অআলোকে অনেকেই অভিমত দিবেন যে, তাহলে কিভাবে ফ্রি ডোমেইন ও হোস্টিং সেটঅআপ করব। এটি মূলত তেমন কঠিন বিষয় নই, কিন্তু যারা নতুন তাদেরকে বেশ কিছুটা বেগ পেতে হবে। তাছাড়া এটি অনেকটা ব্যবহারিক কৌশলো বটে। এই বিষয়টি অআলোচনা করতে গেলে অআজকের পোস্টটি অনেক বড় হয়ে যাবে। তাই পরবর্তী সংখ্যাতে যদি দেবার সুযোগ থাকে তাহলে এই বিষয় নিয়ে একটি পোস্ট করবার অআশা ব্যক্ত করছি। যাইহোক এই বিষয় নিয়ে পিসি হেল্প লাইন অনেক পূর্বে একটি পোস্ট পাবলিশ হয়েছিল, পোস্টটি পাবলিশ করেছিলেন- ব্লগার (আমানউল্লাহ জুমন)। এই পোস্টের শিরোনাম ছিল-
আসুন নিজেই ওয়ার্ডপ্রেস সাইট বানাই।
সম্মানীত ভিজিটর বন্ধুরা! অদ্য ২ টি পোস্টের মধ্য দিয়ে অনেক কথা বলা হল। আশা করি আপনাদেরকে কাজে দিবে। তাই অআজ এই পর্যন্তই ইতি টানছি। সবাই সুস্থ থাকুন এবং পরবর্তী পোস্টের আমন্ত্রন জানাচ্ছি। – আল্লাহ্ হাফেয-
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন