Translate

Search Google

আমার ব্লগ তালিকা

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

বন্ধুরা কিছু ফ্রি হোস্টের সাথে পরিচিত হই ও হোস্টিং প্যানেল সম্পর্কে ধারনা নিই!!


 বন্ধুরা কিছু ফ্রি হোস্টের সাথে পরিচিত হই ও হোস্টিং প্যানেল সম্পর্কে ধারনা নিই!


vineflowers116
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 
 আশা করছি বেশ কিছু পোস্টে ইন্টারনেটের সম্যক ধারনা হিসাবে পোস্ট দিয়ে শুরু করব যেমন- ডোমেইন নাম, হোস্টিং সাইটের ঠিকানাসহ এরুপ বেশ কিছু বিষয়াবলী নিয়ে। যাইহোক অনেক কথা বলা হল। এবার মূল আলোচনাতে ফিরে যাচ্ছি।
dc34ah
ctmwelcome_e0আমরা অনেকেই ব্লগ করতে ভাল বাসি। এর মধ্য হয়ত অনেকে বিভিন্ন ব্লগ সাইটে নিয়মিত রিভিউ লেখেন কিংবা নিজের ব্যক্তিগত ব্লগ সাইট রয়েছে। মূলত যাদের নিজস্ব ব্লগ সাইট তারা ব্লগ কম. কিংবা ওয়ার্ডপ্রেস সাইটের ফ্রি হোস্টে কাজগুলো করে থাকেন। এখানে কিন্তু ডোমেইন নাম গুলো  ঐ সকল ব্লগিং সাইটের প্রদত্ত অনুযায়ী হয়ে থাকে। নিজের ডোমেইন নাম গুলো এখানে ব্যবহারের সুযোগ খুবই কম হয়ে থাকে। এখানে ফ্রি প্রদত্ত নাম গুলো হয়ে থাকে যেমন- banglarpalki.wordpress.com,  banglarpalki.blogspot.com ইত্যাদি।
এই সকল ব্লগিং সাইটে অনুশীলনের মাধ্যমে হয়ত অনেকেই অভিজ্ঞ ও দক্ষ হয়ে উঠেছেন। আপনারা বিভিন্ন ব্লগ সাইট ভিজিট করে থাকেন, আপনিও এই সকল সাইটের মতো একটি প্রিয় সাইট বানাতে পারবেন। তবে এর জন্য আপনাকে নিজস্ব ডোমেইন ও হোস্টিং থাকতে হবে। এই গুলো পেইড হিসাবে ক্রয় করতে হয়। পেইড হিসাবে অনেকটাই বেশ কিছু টাকা খরচ করতে হয়। যেমন ডোমেইন হিসাবে বছরে ৯০০ টাকা এবং হোস্টিং সর্বনিম্ন ১ জিবি হিসাবে ৮০০/- মোট- ২০০০/- টাকার মতো অর্থ গুণতে হবে। এখানে উক্ত খরচ অনেকের কাছে কিছু মনে না হলেও অনেকেই বলবেন এত টাকা দিয়ে কি প্রয়োজন আছে। কথায় আছে বাঙ্গালী ফ্রি দিলেও আলকাতরা খায়। তাই এখন অনেকে বলবেন ফ্রি হোস্টিং সাইট থাকতে পেইড ভার্সন ক্রয় করতে যাব কেন? হ্যা এই প্রশ্নত্তরে বলা যাবে ফ্রি হোস্টিং দ্বারাও আপনি ব্লগ সাইটের কাজ করতে পারবেন। তবে এর মধ্য একটি কথা আছে আপনি যদি প্রফেশনালভাবে আপনার সাইট তৈরি করতে চান যাহা বিশ্ববাসীর কাছে পরিচিতি তুলে ধরতে চান  তাহলে আপনাকে অবশ্যই প্রফেশনালভাবে পেইড হোস্টিং ব্যবহার করতে হবে। কারন ফ্রি ও পেইড হোস্টিং এর মধ্য অনেক ব্যবধান রয়েছে। আপনারা নিজেরা নিজের কাছে একটি প্রশ্ন রাখতে পারেন যদি ফ্রি হোস্টিং মাধ্যমেই যদি সব কিছু করা যেত তাহলে দেশের নাম করা সাইট গুলো কেন ফ্রি হোস্টিং বাদ দিয়ে প্রফেশনাল সাইট গুলো বেছে নেন। হ্যা ভিজিটর বন্ধুরা এই সম্পর্কে পরবর্তী পোস্টে আলোচনা করব। যেহেতু আজকের আলোচনা ফ্রি হোস্টিং নিয়ে তাই অন্য কিছু নিয়ে বক্তব্য করতে চাইনা।
cable1
তবে পেইড হোস্টিং ব্যবহার করার পূর্বে আপনি প্রাথমিকভাবে ফ্রি হোস্টিং সাইট ব্যবহার করে দেথতে পারেন। এখানে হোস্টিং এর স্পেস ও কন্ট্রোল প্যানেল সম্পর্কে ধরনা পাবেন। পরবর্তী যখন দেখবেন সাইট সম্পর্কে ভাল ইতিবাচক ভাব, ভাল গ্রাহক ও সাইটটি নিজেই এডিট ও নিয়ন্ত্রণ করতে পারছেন তখন দেশী কিংবা বিদেশী পেইড হোস্টিং ব্যবহারের সুযোগ গ্রহন করতে পারেন। ইন্টারনেটে সার্চ দিলে অনেক ফ্রি হোস্টিং সাইট পাওয়া যায়। কিন্তু এই গুলোর সকল সাইটের মান সমান নই। বর্তমান ইউজার রেটিং ও নেট রেটিং অনুযায়ী  বেশ কয়েকটি ফ্রি হোস্টিং সাইটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব-। আশা করি সম্মানীত ভিজিটরদের অনেকের কাজে আসতে পারে।
dc34ah
১। DH MART info.com- http://www.dhmart.info/
এই সাইটে রেজি: করলে আপনি ১০ জিবি স্পেস ও  আনলিমিটেড ১০০ জিবি ব্রান্ডউইথ পাবেন।
Copy (2) of ScreenShot006
২। http://boxhost.me/ -
এখানে রেজি: করলে অআপনি ১০ জিবি স্পেস ও ১০০ জিবি ব্রান্ডউইথ পাবেন।
৩। https://x10hosting.com/- এই সাইটে রেজি: করলে আপনি ১০ জিবি স্পেস ও আনলিমিটেড ১০০ জিবি ব্রান্ডউইথ পাবেন।
Copy (12) of ScreenShot013
৪। http://www.000webhost.com/ – এখানে রেজি: করলে আপনি ১.৫ জিবি স্পেস ও ১০০ জিবি ব্রান্ডউইথ পাবেন।
ScreenShot013
৫। http://antserve.com/content/ – এখানে রেজি: করলে জিবি ও ব্রান্ডউইথ সবকিছুই আনলিমিটেড হিসাবে পাবেন।
৬। http://freezoy.com/- এখানে রেজি: করলে জিবি ও ব্রান্ডউইথ সবকিছুই আনলিমিটেড হিসাবে পাবেন।
Copy (2) of ScreenShot012
৭। http://wink.ws/- এখানে রেজি: করলে জিবি ও ব্রান্ডউইথ সবকিছুই আনলিমিটেড হিসাবে পাবেন।
Copy (3) of ScreenShot008
 অন্যান্য কার্যকারীতা-
উপরোক্ত ঠিকানাবলীর মধ্য সর্বপ্রথম ৪ টির ব্যবহারকারী বেশী এবং অনেকটাই ট্রাষ্টেড। ফ্রি ভার্সণ হোস্টিং সাইটে বলা হয়ে থাকে স্পেস ও ব্রান্ডউইথ আনলিমিটেড। যদিও এখানে সন্দেহের সংশয় রয়েছে। কেননা, যেখানে এই সকল সাইটগুলোর অধিকাংশই  ১০ জিবি স্পেস ও ১০০ জিবি ব্রান্ডউইথ দিচ্ছে ফ্রিতে সেখানে প্রেইড হোস্টিং সাইটে এ সেবা গ্রহন করতে প্রায় প্রতিমাসে প্রায় ৬০ ডলারের বেশী অর্থ খরচ করতে হত। যাইহোক কথায় অআছে নাই মামার থেকে কানা মামা ভাল। সুতরাং যারা হোস্টিং সাইটের কন্টোল প্যানেল নিয়ে পরীক্ষন করেন নি অপরদিকে ভালভাবে হোস্টিং নিয়ন্ত্রন এবং কোন সাইট প্রাথমিকভাবে চালাতে চান তাহলে আপনি অবশ্যই ফ্রি হোস্টিং সাইটের সার্ভিস বাছাই করতে পারেন।
উপরের যে সকল হোস্টিং সাইটের তালিকা দিয়েছি সেখানে আপনি ওয়ার্ডপ্রেস, জুমলা কিংবা ড্রুপাল সাইটের ডিজাইন হিসাবে ওয়েব পাবলিশ করতে পারবেন। এখানে আপনি কন্ট্রোল প্যানেল সম্পর্কে জানতে ও নিয়ন্ত্রন করতে পারবেন। এই সকল সাইটে ফ্রি কিংবা পেইড ডোমেইন উভয়ই সার্পোট করবে। অপরদিকে এই সাইটে অআপনি অআপগ্রেটেড হিসাবে পেইড ব্যবহারকারীও হতে পারবেন। এখানে আনলিমিটেড হিসাবে সবকিছুই মাত্র প্রতিমাস হিসাবে আপনাকে ১ ডলারের মত অর্থ গুণতে হবে। তাই যারা এখন হোস্টিং ব্যবহারের মজা নিতে চান কিংবা সাইট বানাতে চান তাদের এই সকল হোস্টিং ব্যবহার করে কিছুটা হলে স্বাদ ঘোলে  মেটাতে পারেন।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন